Header Ads Widget

aa

                                         বিসমিল্লাহির রাহমানির রাহিম

  *দৈনিক একবার করে পড়িবেন (বেনামাজির পনেরোটি শাস্তি)

(১)বেনামাজির জীবন এবং জীবিকার বরকত কেড়ে নেওয়া হবে।

(২)বেনামাজি চেহারা হতে নেককার লোকদের নূর কেড়ে নেওয়া  হবে।

(৩)বেনামাজির যেকোনো নেক আমল করুক আল্লাহ তাতে কোনো সওয়াব দান করেন না।

(৪)বেনামাজির কোন দোয়া কবুল করা হয় না। 

(৫)নেককারদের দুয়ার বেনামাজির কোন কাজে আসে না।

(৬)অপমানিত লাঞ্ছিত অবস্থায় বেনামাজির মৃত্যু হয়। 

(৭)ক্ষুধার্ত অবস্থায় বেনামাজির মৃত্যুবরণ করবে। 

(৮)চরম তৃষ্ণার্ত অবস্থায় বেনামাজী মুক্তবরণ করবে। 

(৯)বেনামাজির কবর এতো সংকীর্ণ করা হবে যে, তার এক পাঁজরের হার অন্য বাজারের মধ্যে ঢুকে যাবে।

(১০)বেনামাজির কবরে আগুন জ্বালানো হবে সেই আগুনের শিখার উপর দিনরাত উলটপালট অবস্থায় আগুনে পুরতে থাকবে।

(১১)বেনামাজির কবরে একটি ভয়ঙ্কর বিষধর অজগর সাপ নিয়োগ করা হবে।

(১২)অত্যান্ত করাকরি ভাবি বেনামাজির হিসাব নেওয়া হবে। 

(১৩)বেনামাজিকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। 

(১৪)অত্যন্ত প্রমাণের সঙ্গে বেনামাজিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

(১৫)কিয়ামতের দিন হাশরের ময়দানে বেনামাজির কপালে তিনটি লাইন লেখা থাকবে। 

     *হে আল্লাহর হক নষ্টকারী

     *হে আল্লাহর গুস্তায় পতিত ব্যক্তি

   *তুমি দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিলে তেমনি আজ আল্লাহর রহমত থেকে  তুমি নিরাশ।

আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন।


Post a Comment

0 Comments